WBCHSE Semister system Exam

উচ্চ মাধ্যমিক পাসের নতুন নিয়ম ২০২৫ | WBCHSE Latest Update | Semester ও Supplementary পদ্ধতিতে পরীক্ষা

উচ্চ মাধ্যমিক পাসের নতুন নিয়ম 2025:-

আর হাতেগোনা কয়েকটা দিন বাকি, প্রকাশিত হতে উচ্চ মাধ্যমিকের ফলাফল। তারই মাঝখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের নতুন নিয়ম চালু করলো WBCHSE (West Bengal Council of Higher Secondary Education)। 2025 সাল থেকে একাধিক পরিবর্তন আনছে শিক্ষা সংসদ, যার মধ্যে অন্যতম হল — নতুন পাস মার্কের নীতি, সেমিস্টার পদ্ধতি, এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ। চলুন জেনে নেওয়া যাক এই পরিবর্তিত নিয়মগুলি কী কী এবং শিক্ষার্থীদের জন্য কী কী প্রভাব পড়তে পারে।

 

WBCHSE Semister system Exam
WBCHSE Semister system Exam

 

নতুন পাসের নিয়ম:-

মাত্র 3টি বিষয়ে 30% পেলেই পাস ।

শিক্ষা সংসদের নতুন নির্দেশিকা অনুযায়ী, Compulsory এবং Optional Elective বিষয় মিলিয়ে যেকোনো তিনটি বিষয়ে ন্যূনতম 30% নম্বর পেলে তবেই পরীক্ষার্থীকে পাস হিসেবে গণ্য করা হবে। এই নতুন নিয়মে শিক্ষার্থীরা এখন থেকে তাদের প্রস্তুতি আরও সুন্দর ও সহজ করতে পারবে।

 

 

 

Semister পদ্ধতি চালু হল উচ্চ মাধ্যমিকে :-

 

ইতি মধ্যেই উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা চালু হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটি সেমিস্টার হবে, প্রতি বছর দুটি সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে।

 

এই পদ্ধতিতে:

ছাত্রছাত্রীরা এক বছরে দুবার পরীক্ষা দিয়ে নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে।

ছয়টি বিষয়ের মধ্যে পাঁচটি বিষয়ে পরীক্ষা দিতে হবে।

প্রতিটি সেমিস্টারে ৫টি বিষয়ের পরীক্ষা বাধ্যতামূলক।

সাপ্লিমেন্টারি পরীক্ষার সুবিধা

  • নতুন নিয়ম অনুযায়ী:

 

একাদশ শ্রেণির প্রথম এবং তৃতীয় সেমিস্টারে যদি কেউ কোনো বিষয়ে ফেল করে, তাহলে সে পরবর্তী সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে।

 

তবে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে তিনটির বেশি বিষয়ে ফেল করলে একটি শিক্ষাবর্ষ তথা এক বছর সময় নষ্ট হতে পারে। সাপ্লিমেন্টারির সুযোগ থাকলেও বছরটি পুনরায় পুনরায় পড়ে Exam দিতে হবে।

শিক্ষকদের মতামত ও সুপারিশ

 

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। তাঁদের মতে ,

শিক্ষার্থীরা এখন আরও স্পষ্টভাবে বুঝতে পারবে কোন বিষয়ে জোর দেওয়া দরকার এবং নিজেদের দরকারি বিষয় গুলো ভালো করে গুছিয়ে নিতে পারবে।

 

 

 

সবশেষে:-

 

WBCHSE-র এই নতুন পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার স্বচ্ছতা ও প্রস্তুতির দিশা দেখাবে। সেমিস্টার এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অগ্রগতি পর্যালোচনা করতে পারবে এবং সময়মতো ঘাটতি পূরণ করতে পারবে।

 

তরুণ শিক্ষার্থীদের জন্য এই পরিবর্তন হতে পারে একটি গেমচেঞ্জার।

 

 

 

কী আপনি এই পরিবর্তন সম্পর্কে মতামত দিতে চান? নিচে কমেন্ট করে জানান!

এই পোস্টটি শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে WBCHSE-র এই গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে।

One thought on “উচ্চ মাধ্যমিক পাসের নতুন নিয়ম ২০২৫ | WBCHSE Latest Update | Semester ও Supplementary পদ্ধতিতে পরীক্ষা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Job Stack By Flawless Themes. Powered By WordPress