প্রাইমারি 32000 মামলার বড় আপডেট: 7 জুলাই ফের শুনানি

32000 প্রাইমারি শিক্ষক মামলার গুরুত্বপূর্ণ আপডেট

 

তারিখ:- 3রা জুলাই, 2025

 

প্রাইমারি 32000 মামলার বড় আপডেট: 7 জুলাই ফের শুনানি :-

আজ (3 জুলাই, 2025) কলকাতা হাইকোর্টে চলতে থাকা 32000 প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলা–র শুনানি আবারও হলো। তবে আজকের শুনানি আপাতত শেষ হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 7 জুলাই, 2025

আজকের শুনানির মূল কথা

 

আজকের শুনানিতে শিক্ষক-শিক্ষিকাদের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার অনিন্দ্য মিত্র যুক্তিপূর্ণ বক্তব্য পেশ করেন।

যদিও গত দিনের মতো আজকেও তিনি পুরো সময় শুনানিতে থাকতে পারেননি, তবুও তিনি গুরুত্বপূর্ণ দিকগুলোতে আলোকপাত করেন।

বিচারপতিরা কনফিউশনে :-

 

গত কয়েকটি শুনানিতে মাননীয় বিচারপতিরা যেসব গুরুত্বপূর্ণ বিষয় ও প্রশ্নের উত্তর খুঁজছিলেন, আজকের শুনানিতে সেগুলোকেই কেন্দ্র করে আইনজীবী অনিন্দ্য মিত্র মূল ফোকাস দেন।

 

তিনি তথ্য ও যুক্তির মাধ্যমে বুঝিয়ে দেন:

 

✅ শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে তোলা অভিযোগগুলোর অনেকটাই বিভ্রান্তিকর।

✅ বঞ্চিত বলে দাবী করা আবেদনকারীরা যেসব তথ্যে ভর করে অভিযোগ তুলেছেন, তার বেশ কিছু তথ্য ভুল ও বিভ্রান্তিকর।

✅ মামলার বাস্তব প্রেক্ষাপটে 32000 শিক্ষক-শিক্ষিকার নিয়োগে বৈধতা প্রমাণে তিনি শক্তিশালী যুক্তি তুলে ধরেন।

 

আগামী শুনানির তারিখ: 7 জুলাই, 2025

 

পরবর্তী শুনানির দিন 7ই জুলাই ধার্য করা হয়েছে। বিচারপতিদের প্রশ্ন ও আদালতের পর্যবেক্ষণের ভিত্তিতে এখন প্রতিটি শুনানি আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে।

 

🔔 সবশেষে:

 

এই মামলা শুধুমাত্র 32000 প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যতের প্রশ্ন নয়, বরং পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার কাঠামো এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার সাথেও ওতপ্রোতভাবে জড়িত।

 

👉 আগামী দিনের শুনানিতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রাখছে গোটা রাজ্যের শিক্ষক সমাজ। আগে জানতে ফলো করুণ

Bengali job.com

এর পেজে।।।।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Job Stack By Flawless Themes. Powered By WordPress