
Introduction:-
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে 3rd March পরীক্ষা আরম্ভ হয় এবং শেষ হয় 28th মার্চ । তারপর HS পরীক্ষার্থীদের মনে চিন্তার দানা বানতে থাকে ধীরে ধীরে, তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে ? কারণ এই রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করেছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ । যেমন – তারা কে কোন কোর্স নিয়ে ভর্তি হবে ?
রেজাল্ট প্রকাশে বাধা? :- বলাবাহুল্য এর মাঝখানেই ঘটে যায় এক অঘটন; মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের জেরে ওই HS এর এত সংখ্যক পরীক্ষার খাতা পরীক্ষন করবেন কে ?

এখন উপায় কি! :-
২৬ হাজার শিক্ষক বাতিল হলেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একদমই চাইছে না এই রেজাল্টের ফল প্রকাশ করতে কোন রকমের দেরি হোক ; কারণ পড়ুয়াদের এই রেজাল্টের ঠিক করে দেবে যে , তারা পরবর্তী কোন কোর্স নিয়ে ভর্তি হবে । তবে WBCHSE ঠিক করে বলেনি কবে এর রেজাল্ট বেরোবে।
•সূত্রের খবর মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে আর মাধ্যমিকের ফল প্রকাশের পর পরই তৃতীয় সপ্তাহ নাগাদ 2025 উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025 কীভাবে দেখবেন?
- WB HS Result 2025 :-

Step-1: উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য মোবাইলের যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন www.wbresults.nic.in
Step-2: “Enter Your Roll, and No.” -এর ঘরে রোল নিজের roll নম্বর দিন
Step-3: স্টেপ-2 সম্পূর্ণ করে “Submit” বাটনে ক্লিক করতে হবে।
তারপরে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে।
•উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখা যাবে তা এই প্রতিবেদনে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত অনেক ওয়েবসাইট রয়েছে।
•উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত উচ্চ মাধ্যমিক ২০২৫ রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলি হল—
www.exametc.com
www.indiaresults.com
www.wbresults.nic.in
THANK YOU FOR READING……………
Tag wbhsresult 2025