আন্দোলন ছেড়ে পড়তে বসুন , পরীক্ষা আপনাদের দিতেই হবে, বিকাশ রঞ্জন এর পরামর্শ SSC আন্দোলনকারী দের…

 

আন্দোলন ছেড়ে পড়তে বসুন ,পরীক্ষা আপনাদের দিতেই হবে ..

আন্দোলন করে আপনারা চাকরি ফিরে পাবেন না “ চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সোজাভাবে জানিয়ে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

 

বঞ্চিত চাকরিহারা শিক্ষক গন কিছুদিন বিকাশ ভবনের সামনে একজোট হয়ে অন্দোলন করার পর, বিকাশ ভবন কে ঘেরাও করে। তাতেও তারা কোনো পজিটিভ ফল না পাওয়াতে বহু ব্যক্তিবর্গের দরজা খটখটাতে থাকে। তাঁদের মধ্যে অন্যতম হলেন, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

SSC Recruitment 2025


তিনি এই বঞ্চিত শিক্ষক-শিক্ষিকাদের নানান ভাবে বোঝানোর চেষ্টা করেছেন এবং বলেছেন, রাজ্য সরকার তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে আর অন্দোলন করে তাদের কোন লাভ হবে না ; চাকরি ফিরে পাওয়া তো দূরে থাক। বরং আপনারা পড়াশোনা শুরু করুন। সুপ্রিম কোর্টের রায়ের পর নতুন করে পরীক্ষা দিয়ে তবেই চাকরি পাবে।

 

বিকাশ রঞ্জন এর পরামর্শ SSC আন্দোলনকারী দের..

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরি হারান প্রায় ২৬০০০ শিক্ষক-অশিক্ষক কর্মী। আনেক রিপিশন এর পর সিদ্ধান্ত হয় যে, আগামী ৩১শা ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। বেতনও পাবেন ( ব্যতিক্রম, অযোগ্য শিক্ষক – শিক্ষিকাগন এবং গ্রুপ সি ডি পদের শিক্ষা কর্মীগণ) । আবারও নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসিকে। তবে আর পরীক্ষা দিতে নারাজ ‘যোগ্য’ চাকরিহারারা। বিকাশ ভবনে টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা। তারি মাঝখানে বিকাশ রঞ্জন বাবুর এমনই বক্তব্য উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Job Stack By Flawless Themes. Powered By WordPress