Primary TET Recruitment 2025: প্রাথমিক নিয়োগ কবে? উত্তীর্ণদের দাবি—”আর কত আন্দোলন?”

Primary TET Recruitment 2025: প্রাথমিক নিয়োগ কবে? উত্তীর্ণদের দাবি—”আর কত আন্দোলন?”

২০২২ সালের প্রাথমিক টেট উত্তীর্ণরা এখনও অপেক্ষায়! কবে মিলবে নিয়োগ বিজ্ঞপ্তি?

২০২২ সালের প্রাথমিক শিক্ষা পর্ষদের Teacher Eligibility Test (TET) উত্তীর্ণ প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার দিন গুনা শেষ হয়নি , এখনও চলছে তাদের অপেক্ষা। পরীক্ষায় পাশ করার দুই বছরের বেশি সময় কেটে গেলেও নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেনি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলে বৃষ্টির মধ্যেও চাকরির দাবিতে রাজপথে নামতে বাধ্য হলেন হাজার হাজার উত্তীর্ণ চাকরিপ্রার্থী (20/06/2025)।

কলকাতা ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট—বৃষ্টিতে মিছিল উত্তীর্ণদের

বৃহস্পতিবার (১৯ই জুন) ‘২০২২ প্রাইমারি টেট পাশ ডিএলএড ঐক্য মঞ্চ’-এর নেতৃত্বে ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। ৫০ হাজারেরও বেশি উত্তীর্ণ প্রার্থী নিয়োগের দাবিতে অংশ নেন এই প্রতিবাদে। বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীর (Physical Handicapped Candidate) আর্তি— “রাস্তায় নেমে আর কত আন্দোলন করব?”

কেন আটকে আছে প্রাথমিক টেট নিয়োগ ২০২৫?

এর উত্তরে পর্ষদ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতার কারণেই এই নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এমনকি, ২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফলও এই জটিলতার জন্য প্রকাশ করা সম্ভব হয়নি। ফলে প্রাথমিক শিক্ষক নিয়োগ ঘিরে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।

উত্তীর্ণদের সংখ্যা :

  • পরীক্ষায় বসেন: ৬,১৯,১০২ জন (২০২২ সালের ১১ ডিসেম্বর)
  • উত্তীর্ণ প্রার্থী: ১,৫০,৪৯৫ জন
  • পরবর্তীকালে বিএড করা প্রার্থীদের তালিকা থেকে বাদ দেওয়া হলে, বাকি পরে থাকে শুধুমাএ D.El.Ed করা প্রার্থীর সংখ্যা হলো প্রায় ৫০০০০ এর মত।

চাকরিপ্রার্থীদের প্রশ্ন: শূন্যপদের তথ্য কেন গোপন?

ঐক্য মঞ্চের সদস্য চাকরিপ্রার্থী বিদেশ গাজি বলেন,
আইনি জট থাকলেও পর্ষদ অন্তত শূন্যপদের সংখ্যা জানাতে পারে। তাতে আমরা আশ্বস্ত হতে পারি যে সবার জন্য চাকরির সুযোগ আছে।”

চাকরিপ্রার্থীদের অভিযোগ,
এসএসসি-র চাকরিহারাদের ফর্ম ফিলাপ শুরু হলেও আমাদের নিয়ে কোনও উদ্যোগ নেই।” তাঁরা সরকারের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত ওবিসি সমস্যা মিটিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
দ্রুত ৫০০০০ শূন্যপদ প্রকাশ ও নিয়োগের দাবি

সরকারের প্রতি আহ্বান: নিয়োগ প্রক্রিয়া শুরু হোক এখনই!

যদিও সরকার বা পর্ষদের তরফে এখনও কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি, তবে আন্দোলনের তীব্রতা এবং জনচাপের সামনে কতদিন এই বিলম্ব চলবে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Job Stack By Flawless Themes. Powered By WordPress