D.El.Ed 2025 Exam Date Announced | D.El.Ed 1st Year Routine 2025 PDF | দেখে নিন WBBPE-র সম্পূর্ণ পরীক্ষার রুটিন (সেশন: ২০২৪-২৬)
WBBPE (West Bengal Board of Primary Education) Notice করে জানিয়ে দিল ড.এল.এড পার্ট 1 এর সমস্ত পরীক্ষার সময়সূচি সহ তারিখ।
2024 -26 সেশান এর part 1 এর পরীক্ষার্থীর পাশাপাশি 2022-24 এবং 2023-25 এর সমস্ত ক্যান্ডিডেট যারা পার্ট-1 এর পরীক্ষায় অকৃতকার্য রয়েছেন তাদেরও 2024-26 সেশনে একইসঙ্গে পরীক্ষা হবে।
D.El.Ed প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি ২০২৫:–
- ১৮ আগস্ট ২০২৫ সোমবার (১২:০০ PM – ০৩:০০ PM) বিষয় – চাইল্ড স্টাডিজ (শিশু অধ্যয়ন) CC-01
- ১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার (১২:০০ PM – ০৩:০০ PM) বিষয় – ভাষা (L-1): বাংলা / হিন্দি / উর্দু / নেপালি / সাঁওতালি CPS-01
- ২০ আগস্ট ২০২৫ বুধবার (১২:০০ PM – ০৩:০০ PM) বিষয় – ভাষা (L-2): ইংরেজি CPS-02
- ২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার (১২:০০ PM – ০৩:০০ PM) বিষয় – পরিবেশ বিজ্ঞান CPS-04
- ২২ আগস্ট ২০২৫ শুক্রবার (১২:০০ PM – ০৩:০০ PM) বিষয় – গণিত CPS-03
—-
📘 প্রস্তুতির টিপস:
- প্রথমে চাইল্ড স্টাডিজ ভালোভাবে প্রস্তুতি নিন।
- ভাষা বিষয়গুলির (L1 ও L2) জন্য আলাদা করে সময় দিন।
- পুরনো প্রশ্নপত্র অনুশীলন করুন সময় ধরে।
- পরিবেশ বিজ্ঞান-এ চাইল্ড সাইকোলজি ও অ্যাক্টিভ লার্নিং মডিউলের উপর গুরুত্ব দিন।
- গণিত-এর শিক্ষণ কৌশল ও ধারণা ভিত্তিক প্রস্তুতি নিন।
🔍 গুরুত্বপূর্ণ তথ্য:
- প্রতিটি পরীক্ষার সময় দুপুর ১২:০০টা থেকে বিকেল ৩:০০টা পর্যন্ত।
- ২০২২-২০২৪ ও ২০২৩-২০২৫ সেশনের পরীক্ষার্থীরাও এই রুটিন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন (চলমান বা পরিপূরক পরীক্ষার্থীরা)।
- অনলাইন ফর্ম ফিল-আপ সংক্রান্ত নির্দেশিকা শীঘ্রই প্রকাশিত হবে।
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)
আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন, DK 7/1, সেক্টর II, বিধাননগর, কলকাতা – ৭০০০৯১
ওয়েবসাইট: https://wbbpe.wb.gov.in/
**পরের আপডেট পেতে ফলো করুন
bengali job.com এর পেজ এ।।।