WB OBC Reservation Update 2025: চাকরি প্রার্থীদের জন্য বড় সতর্কবার্তা!
OBC-A vs OBC-B :নতুন নিয়মে কারা সুবিধা পাবে? আপডেট জেনে নিন এখনই!
বর্তমানে পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষনের ইস্যু, এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে নানান প্রশ্নচিহ্ন বয়ে চলেছে । চলুন দেখে নেওয়া যাক এই সংরক্ষণ নীতি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও চলতে থাকা আইনি প্রক্রিয়ার হালচাল।

OBC সংরক্ষণের শতকরা হার:-
বর্তমানে পশ্চিমবঙ্গে, ওবিসি (OBC) শ্রেণির জন্য মোট ১৭% সংরক্ষণ রয়েছে ( পুরোনো গ্যাজেট অনুযাই)। এই সংরক্ষিত আসন দুটি ভাগে বিভক্ত—
👉OBC-A
👉OBC-B
এই দুটি শ্রেণিতে বহু সম্প্রদায় বিভক্ত হয়ে রয়েছে এবং এই সংরক্ষণ পলিসির আওতায় আসে।
আমাদের what’s app group a যুক্ত হতে link a click করুন
https://chat.whatsapp.com/IlcPBMtp8weBMI26qtsqOC?mode=r_t
WB OBC Case 2025 : পুরনো তালিকা ও সম্প্রসারণ
২০১০ সালের আগে পর্যন্ত রাজ্যে মোট ৬৬টি সম্প্রদায় ওবিসি তালিকার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে সময়ের সঙ্গে তালিকাটি বড় হতে থাকে, অথচ , সেই সম্প্রসারণের আইনগত বৈধতা এখন আদালতের বিচারাধীন ; যা পশ্চিমবঙ্গ OBC সংরক্ষণ ২০২৫ এর পুরনো তালিকা বাতিলের সম্ভাবনাও যথেচ্ছ রয়েছে।
—
⚖️ আদালতের পর্যবেক্ষণ ও বর্তমান অবস্থা // চাকরি ও ভর্তি নিয়ে কী হবে ভবিষ্যৎ ?
ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয়টি বর্তমানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। মামলার রায় রাজ্যের চাকরি ও শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণ নীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সরকারের পক্ষ থেকে গঠিত তালিকা, সম্প্রসারণ এবং সংরক্ষণের যথার্থতা নিয়েই আদালত পর্যবেক্ষণ করছে।
—
Highcourt এর থেকে চাকরিপ্রার্থী ও ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা
এই রূপ জটিল পরিস্থিতিতে রাজ্যের সমস্ত চাকরি প্রার্থী ও ছাত্রছাত্রীদের জন্য নীচের নির্দেশগুলি মানা অত্যন্ত জরুরি:
✅ নিয়মিত নজর রাখুন পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের অফিসিয়াল পোর্টালে
✅ আদালতের রায় ও আপডেট সম্পর্কে সচেতন থাকুন
✅ যদি নতুন কোনো সরকারি নির্দেশিকা বা তালিকা প্রকাশ পায়, তাহলে তা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিন
✅ আবেদনপত্রে নিজ-নিজ শ্রেণি সংক্রান্ত তথ্য যাচাই করে নিন
**পরবর্তী আপডেটের জন্য follow করুন
https://bengalijob.com/ এর পেজ কে।