2016 SSC Waiting List Candidates vs New Rule – শুরু হল আইনি লড়াই // অভিযুক্তদের 10 নম্বর কেন?

SSC-র নতুন নিয়ম নিয়ে বিতর্ক তুঙ্গে: ২০১৬-এর ওয়েটিং লিস্ট প্রার্থীদের অভিযোগ ও দাবির ঝড়
Author: Suman Paloi
HIGHLIGHTS:
- নতুন পরীক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে SSC-র বিরুদ্ধে চ্যালেঞ্জ
- ২০১৬-র ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের প্রতিবাদ
- ‘দুর্নীতি হয়েছে, তাও কেন ১০ নম্বর দেওয়া হবে অভিযুক্তদের?’ — প্রশ্ন তুলল আন্দোলনকারীরা
SSC-র নতুন পরীক্ষা বিধি নিয়ে বিতর্ক
২৬০০০ প্যানেল বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) এক নতুন পরীক্ষাব্যবস্থা চালু করে Notification আকারে। তবে এই নতুন নিয়মে একাধিক অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ তুলছেন বহু চাকরিপ্রার্থী। বিশেষ করে যাঁরা ২০১৬ সালের ওয়েটিং লিস্টে রয়েছেন, তাঁদের দাবি—নিয়োগে দুর্নীতির পরেও অভিযুক্তদের জন্য ১০ নম্বর বরাদ্দ করা সম্পূর্ণ অন্যায়।
————————————————-
আরও তারাতারি আপডেটের জন্য click on link 👇
https://chat.whatsapp.com/IlcPBMtp8weBMI26qtsqOC?mode=r_t
‘অভিযুক্তদের জন্যও ১০ নম্বর’ এই নিয়ে বিতর্ক :-
SSC-র পক্ষ থেকে যে নতুন নিয়ম চালু হয়েছে, তাতে বলা হয়েছে—পুরনো পরীক্ষার নিরিখে যাঁরা তালিকাভুক্ত ছিলেন কিন্তু নিয়োগ পাননি, তাঁদের জন্য একটি নতুন মূল্যায়ন পদ্ধতি থাকবে এবং সেখানে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে। এটাই বড় বিতর্কের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
চাকরিপ্রার্থীদের মূল বক্তব্য,
“নিয়োগে দুর্নীতি প্রমাণিত, তাহলে অভিযুক্তদের কেন ১০ নম্বর দিয়ে বিশেষ সুবিধা দেওয়া হবে?”
—
প্রার্থীদের মূল দাবি :-
✅ ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দিতে হবে
✅ দুর্নীতির প্রমাণ পাওয়া সত্ত্বেও অভিযুক্তদের ১০ নম্বর দেওয়া বন্ধ করতে হবে
✅ নতুন নিয়মে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে হবে
✅ স্বতন্ত্র তদন্তের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক
——–
ডিভিশন বেঞ্চের সামনে আন্দোলন
চাকরিপ্রার্থীরা বর্তমানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁরা আদালতের কাছে আবেদন জানিয়েছেন—যাতে ২০১৬ সালের ওয়েটিং লিস্টকে সম্মান জানিয়ে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করা হয়।