TET Question Case : 2017 ও 2022 TET প্রশ্ন ভুল মামলা: ১১ই July গুরুত্বপূর্ণ শুনানি // Expert Committe Report

TET Question Case : 2017 ও 2022 TET প্রশ্ন ভুল মামলা: ১১ই July গুরুত্বপূর্ণ শুনানি // Expert Committe এর বড় সিদ্ধান্ত

WB TET WRONG QUESTION CASE……

——-

TET Question Case: এক্সপার্ট কমিটির নেওয়া Final সিদ্ধান্ত  কি ১১ই জুলাই আসছে???

রাজ্যের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ দুই শিক্ষক নিয়োগ পরীক্ষা—২০১৭ এবং ২০২২ সালের TET (Teacher Eligibility Test)  । এর পরীক্ষার প্রশ্ন-উত্তর ভুল ও চ্যালেঞ্জ সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে ১১ জুলাই, ২০২৫, দুপুর ২:৩০ টা থেকে। কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে উঠে আসতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।

 

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, মামলাকারীরা যে প্রশ্ন ও উত্তর নিয়ে আপত্তি তুলেছেন, তা খতিয়ে দেখতে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল। সূত্রের খবর, আগামী ১১ জুলাইয়ের শুনানিতে এই এক্সপার্ট কমিটির কাছ থেকে পাওয়া তথ্য এর ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন মাননীয় বিচারপতি।

——



**Our WhatsApp group 🖇️ link 👇👇👇 click and join 

https://chat.whatsapp.com/IlcPBMtp8weBMI26qtsqOC?mode=r_t



• ২০১৭ ও ২০২২ TET পরীক্ষায় বহু চাকরিপ্রার্থী প্রশ্ন ও উত্তর নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

• তাদের অভিযোগ ছিল, একাধিক প্রশ্নে ভুল ছিল একেই সাথে উত্তর বিভ্রান্তিকর ছিল।

• সেই প্রেক্ষিতে আদালতে দায়ের হয় চ্যালেঞ্জ মামলা।

• মামলার শুনানির জন্য বিচারপতি বিশেষজ্ঞদের নিয়ে একটি এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ দেন।

• এক্সপার্ট কমিটির থেকে পাওয়া তথ্যই বলে দেবে, নেক্সট মুভ কি হতে চলেছে….

 

——

এক্সপার্ট কমিটির কাজ —

 

✅ প্রশ্নপত্র ও অফিসিয়াল উত্তরপত্র খতিয়ে দেখা

✅ অভিযুক্ত প্রশ্ন ও উত্তর দুই যাচাই করা

✅ আর, প্রয়োজন হলে সংশোধনের সুপারিশ করা

 

তবে প্রাথমিকভাবে গঠিত কমিটিতে সদস্য সংখ্যা সীমিত থাকায় আদালতে দাবি উঠেছে সদস্য সংখ্যা বৃদ্ধি করে আরও স্বচ্ছতা ও নিরপেক্ষতা আনা হোক।

 

আগামী শুনানিতে (11th July)কী হতে পারে?

 

• কমিটিতে নতুন সদস্য সংযোজন সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত হতে পারে

• পরবর্তী শুনানির সময়সীমা ও দিক নির্দেশনা নির্ধারিত হতে পারে

• মামলার পরবর্তী ধাপের পথরেখা স্থির হতে পারে

 

এই মামলার প্রভাব কী?

 

📌যদি এক্সপার্ট কমিটি যদি ভুল প্রশ্ন বা উত্তর চিহ্নিত করতে পারে, তাহলে:-

 

  1. TET পরীক্ষার ফলাফল আংশিক বা সম্পূর্ণ সংশোধন হতে পারে
  2. প্রভাব পড়তে পারে নিয়োগপ্রাপ্ত ও বঞ্চিত চাকরিপ্রার্থীদের ওপর
  3. নতুন করে ইন্টারভিউ বা নিয়োগ প্রক্রিয়া শুরুর সম্ভাবনাও তৈরি হতে পারে।

 

📢 শেষ কথা

 

১১ জুলাই, ২০২৫ – দিনটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ TET পরীক্ষার্থীদের জন্য। তাই Next Update পাওয়ার জন্য লক্ষ্য রাখুন

https://bengalijob.com/এর ডেস্ক এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Job Stack By Flawless Themes. Powered By WordPress