OBC Case Live Update ! OBC Certificate নিয়ে হাইকোর্টের নির্দেশের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট একেইসঙ্গে স্পেশাল বেঞ্চ গঠন //  রাজ্যে ভর্তি প্রক্রিয়ায় জট পরিষ্কার ।। ওবিসি মামলায় স্বস্তি রাজ্য সরকারের

OBC Case Live Update ! OBC Certificate নিয়ে হাইকোর্টের নির্দেশের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট একেইসঙ্গে স্পেশাল বেঞ্চ গঠন //  রাজ্যে ভর্তি প্রক্রিয়ায় জট পরিষ্কার ।। ওবিসি মামলায় স্বস্তি রাজ্য সরকারের !


OBC Case Supreme Court 2025

ওবিসি সংক্রান্ত যে মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টের মধ্যে নানান নির্দেশ ও শুনানীর জটিলতা কে কেন্দ্র করে যে জগাখিচুড়ি পরিস্থিতি তৈরি হয়েছিল, তার আজ কিছুটা হলেও অবসান ঘটেছে। বলা চলে – মহামান্য সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশের ফলে রাজ্য সরকার অনেকটা স্বস্তির পথ খুঁজে পেয়েছে।


সমস্ত ওবিসি নতুন লিস্ট পাওয়ার জন্য জয়নাল আমাদের whatsapp গ্রুপে 

https://chat.whatsapp.com/IlcPBMtp8weBMI26qtsqOC?mode=ac_t


এই মামলাটির দিকে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে নানান চাকরিপ্রার্থীরাজ্য সরকারও সমানভাবে নজর লাগিয়ে বসেছিল। সুতরাং দেখে নেওয়া যাক আজকে সুপ্রিম কোর্টের OBC সংক্রান্ত মামলার কি রায় এসেছে …..

হাইকোর্টে সাংবিধানিক স্পেশাল বেঞ্চ গঠনের নির্দেশ:-

কলকাতা হাইকোর্টের প্রতি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ, OBC সংরক্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটি নতুন সাংবিধানিক বেঞ্চ গঠন করতে হবে। এই বেঞ্চের উপরেই দাঁড়িয়ে আছে গোটা মামলার চূড়ান্ত সিদ্ধান্ত। আদালত পরিস্কার জানিয়ে দিয়েছে, ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে হবে।

Obc-case-calcutta-high-court-2025

————————

হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ(১৭ই জুনের রায়)ভর্তি প্রক্রিয়ায় জট পরিষ্কার:-

১৭ই জুন ২০২৫ তারিখে কলকাতা হাইকোর্ট যে রায় ঘোষণা করেছিল, সেই রায়ে আপাতত স্থগিতাদেশ (Stay) জারি হয়েছে। ফলে আগের রায় অনুযায়ী যে সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল, তা এখন থমকে গিয়েছে। এককথায় , কলকাতা হাইকোর্টের OBC সার্ভের Stay অর্ডারের উপর Interim Stay দিলো সুপ্রিম কোর্ট। কোনো বাধা থাকলো না নিয়োগে ও ভর্তিতে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর.গাওয়াই মহাশয় বলেন,

“এ বিষয়ে হাই কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে বিতর্কিত এই নির্দেশের উপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে।”

 

সুপ্রিম কোর্টে ফের শুনানি, ২ সপ্তাহ পর তারিখ:- 

 

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্ট ২ সপ্তাহ পর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর.গাওয়াই মহাশয় বলেন,

“এ বিষয়ে হাই কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে বিতর্কিত এই নির্দেশের উপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে।”

হাইকোর্টে কনটেম্পট মামলায় স্টে নয়:-

 

এছাড়া কলকাতা হাইকোর্টে চলতে থাকা Contempt of Court (আদালত অবমাননা) মামলায় কোনও স্থগিতাদেশ দেয়নি। অর্থাৎ, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে মামলা চলতেই থাকবে।

—————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Job Stack By Flawless Themes. Powered By WordPress