OBC Reservation Case: Supreme Court Interim Order Circulated by WB Govt // ওবিসি মামলায় বড় আপডেট // How West Bengal Responded to Supreme Court’s Order

OBC Reservation Case: Supreme Court Interim Order Circulated by WB Govt // ওবিসি মামলায় বড় আপডেট // How West Bengal Responded to Supreme Court’s Order


Subject:-

২৮ জুলাই ২০২৫ তারিখে সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত অন্তর্বর্তী আদেশ (Interim Order) – SLP No.17422/2025 & Ors.


 

🔶 তারিখ: ৩০ জুলাই ২০২৫

🔶 উৎস: পশ্চিমবঙ্গ সরকার, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর (Backward Classes Welfare Department)


West Bengal Govt. Responded to Supreme Court’s Order:- 

পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর (BCW Department) এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি নম্বর 1563 (189)-BCW / MR-33/2025, তারিখ ৩০.০৭.২০২৫, যা রাজ্যের বিভিন্ন প্রশাসনিক বিভাগে প্রেরণ করা হয়েছে।

 

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের ২৮.০৭.২০২৫ তারিখের একটি অন্তর্বর্তী আদেশ (Interim Order) রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে সার্কুলেট করা হবে।


Supreme Court Interim Order Circulated by WB Govt:-

 

এই আদেশ সংক্রান্ত মামলার নং: Special Leave Petition No.17422/2025 & Ors.

এর সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত Stakeholder তথা বিভাগীয় কমিশনার, জেলা শাসক, DWO, SDO ইত্যাদির কাছে এই আদেশটি দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

যাঁদের-যাঁদের কাছে পাঠানো হয়েছে:

 

  • ১-৬৪: মুখ্যসচিব / সচিব, বিভিন্ন দপ্তর
  • ৬৫-৬৯: ডিভিশনাল কমিশনার
  • ৭০-৯২: জেলা শাসকগণ
  • ৯৩-১১৬: DWO / BCW ও TD অফিস
  • ১১৭-১৮৯: উপবিভাগীয় আধিকারিকগণ

—-


To know more update add our WhatsApp group

https://chat.whatsapp.com/IlcPBMtp8weBMI26qtsqOC?mode=ac_t


ওবিসি মামলায় আপডেট:-

নোটিশ এল,
নতুন 140 OBC জাতিগোষ্ঠীর certificate updation হবে ——


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Job Stack By Flawless Themes. Powered By WordPress