Partha Chatterjee Gets Bail  from Supreme Court // পার্থ চট্টোপাধ্যায় জামিনে ছাড় 

Partha Chatterjee Gets Bail  from Supreme Court // পার্থ চট্টোপাধ্যায় জামিনে ছাড় 

নিয়োগ দুর্নীতি মামলায় বড় আইনি মোড়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জামিন পেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শীর্ষ আদালতের নির্দেশে তিনি সিবিআই মামলায় জামিন লাভ করেন। শুধু পার্থ নন, একইসঙ্গে জামিন পেয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাও।

উল্লেখযোগ্যভাবে, ইডি মামলায় যে শর্তে জামিন দেওয়া হয়েছিল, সিবিআই মামলাতেও সর্বোচ্চ আদালত সেই একই শর্তে জামিনের নির্দেশ দিয়েছে।


প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়…..

নিয়োগ দুর্নীতি মামলার শুরু থেকেই রাজ্যের রাজনীতিতে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কর্মসংস্থানের মতো সংবেদনশীল ইস্যুতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়ায়। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি পর থেকেই কার্যত শাসকদল তৃণমূল কংগ্রেস বড় ধরনের চাপের মুখে পড়েছিল। শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে মামলার গতি নতুন দিকে মোড় নিতে পারে বলেই মনে করছেন আইনি বিশেষজ্ঞরা। রাজনৈতিক মহলও এই রায়কে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে।


প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়:-

এদিকে, সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরিপ্রার্থীদের একাংশও এই মামলার অগ্রগতি নিয়ে নজর রাখছেন। কারণ, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই নিয়োগ দুর্নীতি মামলা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ওপরও প্রভাব ফেলেছে। এখন দেখার বিষয়, জামিনের পরবর্তী সময়ে মামলার তদন্ত কীভাবে এগোয় এবং এর ফলশ্রুতিতে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয় কি না।



To know more update join with our WhatsApp group

https://chat.whatsapp.com/IlcPBMtp8weBMI26qtsqOC?mode=ac_t



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Job Stack By Flawless Themes. Powered By WordPress