SSC Case Update: সুপ্রিম কোর্টের নির্দেশে দায়ী শিক্ষকদের তালিকা প্রকাশ করবে SSC

SSC Case Update: সুপ্রিম কোর্টের নির্দেশে দায়ী শিক্ষকদের তালিকা প্রকাশ করবে SSC

সম্প্রতি SSC নিয়োগ সংক্রান্ত মামলা (SSC Case) নিয়ে সুপ্রিম কোর্টের বিশাল গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে। আদালতের নির্দেশ মেনে আগামীকালকের মধ্যেই SSC (School Service Commission) দায়ী শিক্ষকদের একটি তালিকা জমা দেবে। এই বিষয়ে আদালতে অবহিত করেছেন SSC-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

 

Supreme Court ‘s Order:-

 

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো দায়ী প্রার্থী যেনো ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারে। ফলে যাঁরা ভুয়ো বা অনিয়মের মাধ্যমে চাকরি পেয়েছেন, তাঁদের তালিকা আলাদা করে প্রকাশ করতে হবে ssc কে 31/08/2025 তারিখের মধ্যে।

 

31’st ডিসেম্বর পর্যন্ত চাকরির অনুমতি:-

 

আদালতের নির্দেশ অনুযায়ী, যাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন, তাঁরা শুধুমাত্র দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন। অর্থাৎ, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর দুটি নিয়োগ পরীক্ষাতেই তাঁরা অংশগ্রহণ করতে পারবেন।

 

স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া :-

 

SSC কে জানিয়েছে, এবার থেকে নিয়োগ প্রক্রিয়ায় যেনো কোনো অনিয়ম যাতে না ঘটে, সে জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। আদালতের নজরদারির মধ্যে থাকায় পুরো নিয়োগ ব্যবস্থা আরও স্বচ্ছ ও সঠিক হবে বলে আশা করা হচ্ছে।

অযথা, বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার কোনো রকম অনিয়ম হলেই বোর্ডকে প্রবলেমের সামনা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Job Stack By Flawless Themes. Powered By WordPress