DA Case Update: 50% D A কি তাহলে দিবে? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ভীষণ উচ্ছসিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা

DA Case Update: 50% D A কি তাহলে দিবে? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ভীষণ উচ্ছসিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা :

DA Case Update: রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলায় আশার আলো ফুটে উঠছে। বহু হতাশা পারকরে খুশির খবর আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য। সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং ও কেস আপডেট অনুযায়ী, বিচারপতিরা রাজ্য সরকারকে কর্মীদের ন্যূনতম ৫০ শতাংশ ডিএ দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করার কথা বলেছেন। এই খবর পাওয়ার পর আনন্দে উচ্ছ্বসিত রাজ্য সরকারি কর্মচারীরা।

 

মামলার প্রেক্ষাপট ও বিচারপতিদের পর্যবেক্ষণ :- 

দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আইনি লড়াই চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। একাধিকবার মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলাটি গড়ালে, সেখানে বিচারপতিরা সরকারি কর্মীদের কথাই মূলত শুনেছেন। বিচারপতিরা রাজ্যকে কর্মীদের প্রাপ্য ডিএ-র অন্তত ৫০ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন , বলে জানা গিয়েছে।

রাজ্যের আইনজীবীরা সরকারের আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরে এই নির্দেশের বিরোধিতা করার চেষ্টা করেন। এবং বলেন এত বিপুল পরিমাণ ডিএ একসঙ্গে প্রদান করা রাজ্য সরকারের পক্ষে কঠিন।

 

শুক্রবার পরবর্তী শুনানির ডেট:-

তবে বিচারপতিদের সার্বিক মনোভাব এবং পর্যবেক্ষণ থেকে মনে করা হচ্ছে, এই মামলাযর রায় শেষ পর্যন্ত কর্মীদের পক্ষেই যেতে পারে। যদি এমন হয়, তবে রাজ্য সরকারি কর্মীরা শীঘ্রই তাঁদের বকেয়া মহার্ঘ ভাতার একটা বড় অংশ পেতে পারেন। এই পর্যবেক্ষণ নিঃসন্দেহে রাজ্য সরকারি কর্মচারীদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। দেখা যাক, পরবর্তী শুনানির ডেট শুক্রবার।

 

পরবর্তী পদক্ষেপ:- 

এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত রায় কোন দিকে যায়। তবে এই মামলায় বিচারপতিদের ইতিবাচক মনোভাব কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তবে কোনও ORDER COPY এখনো আপলোড হয়নি। রাজ্য সরকারি কর্মচারীরা এখন চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে রয়েছেন । এই রায় তাঁদের মুখে হাসি ফোটাবে বলেই আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Job Stack By Flawless Themes. Powered By WordPress