Madhyamik Result 2025 Check

মাধ্যমিক রেজাল্ট 2025: 

প্রকাশিত হলো মাধ্যমিক রেজাল্ট(WBBPE ) ২০২৫। মধ্যমিকে প্রথম  স্থান অধিকার করেছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের অদ্রিত সরকার। দ্বিতীয় স্থান অধিকার করেছে , অনুভব বিশ্বাস মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন স্কুল থেকে ।

 

যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌম্য পাল বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুল থেকে। আর তৃতীয় স্থান অধিকার করেছে ঈশানী চক্রবর্তী কোতুলপুর হাই স্কুল থেকে , মেয়ে হিসাবে এই প্রথম স্থান অধিকার করেছে।

 

এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হয়েছিল ২২ ফেব্রুয়ারি। এবছর ৬৯ দিনের মাথায় প্রকাশ হচ্চে মাধ্যমিক রেজাল্ট

 

          #madhyamik result 2025 check

•Step by Step আপনাদের কাছে উপস্থাপন করছি রেজাল্ট কি করে দেখবেন….

১) প্রথমেই মোবাইলে থাকা গুগল ক্রমে গিয়ে উপরে উল্লেখিত (wbbse.wb.gov.in  / WB result.nic.in )                   যেকোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করে নিন।

 

২) হোম পেজে থাকা WBBSE মাধ্যমিক ফলাফল ২০২৫ -এর লিঙ্কে ক্লিক করুন।

 

৩) মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড অনুসারে রোল নম্বর, জন্মের তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য                       শূন্যস্থানে পূরণ করুন।

 

৪) এরপর সাবমিট করে দিলেই আপনার মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার ফলাফল                  দেখতে পাবেন।

 

৫) প্রয়োজনে পরীক্ষার রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে পারেন।

 

                    →আপনাদের কত পারসেন্ট করে নাম্বার এল আর অবশ্যই কমেন্ট করে জানাবেন…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Job Stack By Flawless Themes. Powered By WordPress