গরমের ছুটির জন্য কি কি প্রবলেম হচ্চে , জানুন

গরমের ছুটি কবে থেকে শুরু ??জানাতে পারল না রাজ্য শিক্ষা দপ্তর \\ SUMMER VACATION

মুখ্যমন্ত্রীর ছুটি ঘোষণা:-

সরকারি স্কুলের ক্যালেন্ডার অনুযায়ী গরমের ছুটি পড়ার কথা ছিল ১২ই মে থেকে ২২শে মে পর্যন্ত। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেন (৩ রা april) তীব্র গরমবশত এই ছুটি এ বছর ৩০ শে এপ্রিল থেকে শুরু হবে ।

কোন কোন স্কুলে গরমের ছুটি:-

সমস্ত সরকারি স্কুল, সরকার ঘোষিত স্কুল এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল গুলিতে 30 এপ্রিল থেকে ছুটির নোটিশ টাঙিয়ে দিয়েছে। কিন্তু গরমের ছুটির পরে আবার স্কুল কবে থেকে শুরু হবে তার কোন উত্তর নেই। না সেই উত্তর দিতে পারছেন শিক্ষকেরা না শিক্ষা দপ্তর । এখন স্টুডেন্টেরা পুরোপুরি অন্ধকার ময় অবস্থায় রয়েছে , যে তাদের স্কুল তথা ক্লাস কবে থেকে আরম্ভ হবে ।




আরো পড়তে নিচের দোয়া লিংকে ক্লিক করুন↓↓

https://bengalijob.com/%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8/

 




 

শিক্ষানবিশ দের মতামত:

  • বিশেষ শিক্ষানবিশ গণের মত অনুযায়ী – এই অনির্দিষ্টকালের ছুটির জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই সালের পড়ুয়ার । মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা এ বছর পরীক্ষা দেবেন তাদের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের এক্সাম নিয়ে যথেষ্ট পরিমাণে তারা চিন্তায় রয়েছেন । তাদের সিলেবাস কমপ্লিট, তাদের মূল্যায়ন ব্যবস্থা এই সমস্ত নিয়ে । স্টুডেন্টদের হাতে না রয়েছে সিলেবাস, না রয়েছে পুস্তক ।এর ই মাঝখানে পড়ে গেল নির্দিষ্টকালের জন্য গরমের ছুটি ।
  • “শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ” – এর সাধারন সম্পাদক কিংকর অধিকারী বলেন “পড়ুয়ারা জিজ্ঞেস করছে কবে স্কুল খুলবে আমাদের কাছে এর কোন উত্তরই নেই শিক্ষা দপ্তর স্কুল নিয়ে যে মনোভাব দেখাচ্ছে তাতে সরকারি স্কুলগুলিও আরো বেশি করে রুগ্ন হয়ে পড়ছে। এভাবে চললে সরকারিস্কুল পড়ুয়াদের হারাবে। স্কুলগুলিতে এমনিতেই পর্যাপ্ত শিক্ষক নেই তার সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ছুটি সেই দরুন শিক্ষকরা পাঠক্রম শেষ করতে পারছেন না আর এর ফলে পড়ুয়ারা অনেকেই বেসরকারি স্কুলে চলে যেতে চাইছে ” ।

বই নেই ছাত্রদের :

এরই মাঝখানে সবথেকে খারাপ অবস্থা হল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের। তাদের কাছে না রয়েছে নতুন সংস্কার করা ইংরেজি বই, না রয়েছে বাংলা বই। তারা সবাই ওয়েবসাইট থেকে প্রথমে download , পরে print করে মোটামুটি ভাবে পড়ার কাজ চালাচ্ছে।

সবশেষে:-

শিক্ষাবিদ চিরঞ্জিব বলেছেন – “গরমের ছুটির মধ্যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পড়ুয়াদের অনলাইন ক্লাস করাতে বলা হয়েছে । আর বাংলা বইয়ের ছাপার কাজ চলছে । প্রয়োজনে গরমের ছুটির মধ্যে একদিন পড়ুয়াদের স্কুলে ডেকে বই দেওয়ার ব্যবস্থা করা হবে। ”
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন – খুব দ্রুত আপনাদের নোটিশদের জানানো হবে গরমের ছুটি কতদিন স্থায়ী হবে তথা পুনরায় স্কুল গুলি আবার ক্রমান্বয়ে চলতে থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Job Stack By Flawless Themes. Powered By WordPress