Upper Primary TET : রাজ্যে ফের আপার প্রাইমারি টেট

Upper Primary TET 2026 : রাজ্যে ফের আপার প্রাইমারি টেট :- 

পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর যখন টিচার রিকুটমেন্ট নিয়ে ধুকছে তখনই আপার প্রাইমারি (upper primary tet) নিয়ে এক নতুন মোড় তৈরি হল। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে নিতে হবে নতুন আপার প্রাইমারি টেট , জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

Upper primary 2026…

রাজ্যে শেষবার আপার প্রাইমারি হয়েছিল ২০১৬ সাল নাগাদ তারপর আজ ২০২৫ সাল কিন্তু দেখা মেলেনি কোন প্রকার আপার প্রাইমারি এক্সাম কিংবা কোনরূপ রিক্রুটমেন্ট ( ব্যতিক্রম 2016 আপার প্রাইমারি রিক্রুট) ।

রাজ্যে একদিকে ২৬০০০ SSC panel বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে অপরদিকে 2022 সালের ডিসেম্বর মাসের নেওয়া প্রাইমারি tet পরীক্ষা , যার রেজাল্ট বের করে এখনো কোনরূপ রিক্রুটমেন্ট দেয় নি
সরকার।

এরই মাঝখানে , ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা নেবার আদেশ দিলো কলকাতা হাইকোর্ট। রাজ্য এসএসসি চাকরি বাতিল মামলার রায় মেনে অন্য নতুন পরীক্ষা নিতে হবে । কারন এখন বহু স্কুল প্রপার শিক্ষকের অভাবে শৃঙ্খলা শিক্ষা বিকাশ এর অভাব অনুভব করছে। আর সম্ভবত এই কারণ বসতই হাইকোর্টের এমন সিদ্ধান্ত।

 

  • আশা করি আর কোনরূপ কেস কিংবা অন্য কোন অঘটন না ঘটলে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই সরকারকে আপার প্রাইমারি টেট এক্সাম নিতেই হবে।

 

ধন্যবাদ পুরো পোস্ট পড়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Job Stack By Flawless Themes. Powered By WordPress