HS Result RTI: উচ্চমাধ্যমিকের খাতা RTI করে কীভাবে দেখবেন : HS Result এর আগেই রিভিউ ও স্ক্রুটিনি করুণ:-
২০২৫, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এল একগুচ্ছ বড় খবর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBCHSE) ঘোষণা করেছে, আগামী ৭ই মে প্রকাশিত হবে এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল( West Bengal HS Result)। আর HS এর ফল প্রকাশ নিয়ে উত্তেজনাও তুঙ্গে। তবে ফলপ্রকাশের আগেই জানিয়ে দেওয়া হল স্ক্রুটিনি ও রিভিউয়ের( WBCHSE scrutiny review dates) আবেদন সংক্রান্ত দিনক্ষণ , যা শিক্ষার্থীদের মনে একটা স্বস্তির নিশ্বাস বটে।
উচ্চমাধ্যিক পরীক্ষা শুরুহয় ৩রা মার্চ, ২০২৫ । আর পরীক্ষা শেষ হয় ১৮ই মার্চ, ২০২৫ তারিখ নাগাদ। মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো, ৫ লক্ষ ৯ হাজার মতো। বলে রাখি এ বছর ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি , যা একটা ভালো দিক বটে।
(Higher secondary review 2025)স্ক্রুটিনি ও রিভিউ: কখন, কিভাবে আবেদন করবেন?
প্রতি বছর ফল প্রকাশের পরই শুরু হয় স্ক্রুটিনি ও রিভিউ প্রক্রিয়া নিয়ে জানানো হয়। তবে এবার ফলাফল প্রকাশের আগেই জানিয়ে দেওয়া হলো তার দিনক্ষন, ৮ই মে রাত ১২টা(AM )থেকে ১১ই মে রাত ১১:৫৯(pm ) পর্যন্ত তৎকাল Review ও তাৎকাল Scrutiny এর আবেদন গ্রহণ করা হবে। যারা তৎকাল আবেদন করবেন না, তাঁদের জন্য রইল সাধারণ রিভিউ ও সাধারণ স্ক্রুটিনি করতে পারবেন,সময়সীমা ২২ই May পর্যন্ত রাখা হয়েছে।
তৎকাল Review এবং তৎকাল Scrutiny আবেদনের সময়: ৮ই May থেকে ১১ই May, রাত ১১:৫৯ পর্যন্ত
Review এবং Scrutiny কী জানতে নীচের পোষ্ট (link)টি দেখুন
সাধারণ আবেদন সময়: ১২ই মে থেকে ২২ই মে পর্যন্ত
আবেদন পদ্ধতি: এই পুরো প্রক্রিয়া টা সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে হবে।
- RTI সংক্রান্ত নতুন নিয়ম
সাধারণত, স্ক্রুটিনি বা রিভিউর পরেও অনেকে RTI (Right to Information) আইনের মাধ্যমে খাতা পুনর্মূল্যায়নের দাবি করে থাকেন। কিন্তু এবার শিক্ষাসংসদের স্পষ্ট ঘোষণা, যারা PPS (স্ক্রুটিনি) বা PPR (রিভিউ)-এর জন্য আবেদন করবেন, তারা পরবর্তীতে RTI মারফত আবেদন করতে পারবেন না।
- ফি বাড়ল স্ক্রুটিনি ও রিভিউর
এই বছর আবেদন ফি-তেও এসেছে পরিবর্তন। আগে ছিল এর থেকে অনেক খানি কম, কিন্তু এ বছর পরিমাণ বাড়িয়াছে।
তৎকাল স্ক্রুটিনি ফি: ৬০০ টাকা
তৎকাল রিভিউ ফি: ৮০০ টাকা
সাধারণ স্ক্রুটিনি ফি: ১৫০ টাকা
সাধারণ রিভিউ ফি: ২০০ টাকা
*আপনাদের কোনটা apply করবেন আপনারা পুরো নিজের ব্যাপার।
কতগুলো বিষয়ে আবেদন করা যাবে একসঙ্গে?
স্ক্রুটিনি: স্ক্রুটিনির ক্ষেত্রে আপনি সবগুলি বিষয়ে আবেদন করতে পারবেন।
রিভিউ: আর রিভিউ এর ক্ষেত্রে সর্বোচ্চ ২টি মাত্র বিষয়ে আবেদন করতে পারবেন।
—
- সবশেষে
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে পরিস্থিতি উত্তেজনার তুঙ্গে। তবে পরীক্ষার্থীদের স্বস্তি দিতে ফল প্রকাশের আগেই জানিয়ে দেওয়া হল স্ক্রুটিনি ও রিভিউর যাবতীয় তথ্য। আপনার ফলাফল নিয়ে কোনো সংশয় থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যেই অনলাইনে আবেদন করে নিন।
আপনার মতামত কমেন্টে জানান!
Thank you!