WBCAP College Admission: Active College Admission Portal // কলেজে ভর্তির পোর্টাল /আবেদনের জন্য জেনে নিন All Update 

WBCAP College Admission: Active College Admission Portal 2025 // কলেজে ভর্তির পোর্টাল /আবেদনের করুন 

WBCAP….

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য কলেজে ভর্তির (WBCAP College Admission) অনলাইন পোর্টাল চালু হচ্ছে। গত ৭ই মে, ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। দীর্ঘ এক মাসের বেশি পার হয়ে গেলেও কলেজে ছাত্রছাত্রীরা কবে থেকে ভর্তি হতে পারবেন, সেই বিষয়ে কোনো নিশ্চিত ঘোষণা জানা যায়নি শিক্ষা মন্ত্রকের তরফ থেকে। স্বাভাবিকভাবেই অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করেছেন এতদিন।

WB College Admission 2025: Addmission Portal Open Date Declare: জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু All Update

অবশেষে ১৭ ই জুন, ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে কলেজে ভর্তির পোর্টাল। ছাত্রছাত্রীরা এখন ফর্ম পূরণ করতে পারবেন। তবে তার আগে অবশ্যই জেনে নিতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজকের প্রতিবেদনের মাধ্যমে জানানো হচ্ছে।

 

WB College Admission 2025

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনলাইন এডমিশন পোর্টাল খুলে দিয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য। মূলত উচ্চ মাধ্যমিক পাশ করে যে সমস্ত ছাত্র-ছাত্রী নিজেদের স্বপ্নের বিষয় নিয়ে কলেজে ভর্তি হতে চাইছেন, তাদের জন্যই এই সুযোগ। বিগত বছর থেকে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে একসাথে একাধিক কলেজে আবেদন জানানোর পদ্ধতিটি শুরু হয়েছে। এর ফলে এটি যেমন সময় বাঁচায়, তেমনি বিভিন্ন ধরনের দুর্নীতি আটকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বছরও Central Online Portal এর মাধ্যমেই ছাত্র-ছাত্রীরা একসাথে ৪৬০ টি কলেজে আবেদন জানাতে পারবে।

 

 

কবে থেকে College Admission শুরু হচ্ছে?

১৭ই জুন, দুপুর দুটোর সময় আনুষ্ঠানিকভাবে শিক্ষা-মন্ত্রী ব্রাত্য বসু অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন (WBCAP College Admission)। ১৮ই জুন থেকে প্রতিটি ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন করছেন । আগামী ১ লা জুলাই, ২৫ তারিখ পর্যন্ত (last date 01/06/2025) প্রত্যেকটি ছাত্র-ছাত্রী নিজেদের পছন্দমত কলেজ বেছে নিয়ে আবেদন জানাতে পারেন। এরপর ছাত্র-ছাত্রীদের উচ্চমাধ্যমিকের ফলাফলের উপর নির্ভর করে কলেজের তরফ থেকে মেধাতালিকা বে Merit list প্রকাশ করবে।

 

কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে কলেজে আবেদনের সুবিধা

বিগত বছর থেকে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমেই বিভিন্ন কলেজে আবেদন করতে পারছেন। এ বছরও চালু হয়ে গেল। ছাত্র-ছাত্রীরা (WBCAP College Admission) এর ফলে একাধিক সুযোগ-সুবিধা লাভ করতে পারেন । যেমন-

 

  1. একবার রেজিস্ট্রেশন করেই একসাথে একাধিক কলেজে আবেদন জানানো যায়।
  2. ফিজিক্যাল কেরিয়ার কাউন্সিলিং তথা Physicaly Document Verification এর প্রয়োজন হয় না। এক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হয়।
  3. আবেদনপত্র জমা দেওয়ার পর মেধা তালিকায় নাম উঠলে অনলাইনে আবেদন ফি বা আবেদন মূল্য জমা করতে হয়। এর ফলে কলেজের বিভিন্ন দুর্নীতির থেকেও মুক্ত থাকা যায়।
  4. প্রত্যেকটি কলেজে কতগুলি সিট রয়েছে, ছাত্র-ছাত্রীদের আবেদনের স্ট্যাটাস ইত্যাদি সমস্ত কিছু বাড়িতে বসেই অনলাইনে দেখে নেওয়া সম্ভব হয়।
  5. নিয়মিত আপডেট সহজেই পাওয়া যায়।
  6. বেকার ভাবে সময় এর অপচয় হয় না
  7. এটি অনেক খানি সহজ সাধ্য
  8. ছাত্র-ছাত্রীরা নিজেদের হাতের এই ফোনটি দিয়েই আবেদন জানাতে পারবে।

 

ছাত্র-ছাত্রীদের নিজেদের কলেজে ভর্তির অনলাইন পোর্টালে অবশ্যই খুব সচেতন ভাবে আবেদন জানাবেন (WBCAP College Admission) কারণ, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় ভুল হয়ে গেলে অনেক সময়ই আবেদন বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 18/06/2025 থেকে কলেজে এডমিশনের অনলাইন পোর্টালে গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। এর জন্য

https://banglaruchchashiksha.wb.gov.in/

  1. অথবা

https://wbsche.wb.gov.in/

এই অনলাইন ওয়েবসাইটে গিয়ে আবেদনের পোর্টালে প্রবেশ করতে পারেন। এক্ষেত্রে চাইলে সরাসরি

https://wbcap.in/-এই লিংকের সাহায্যে অনলাইন পোর্টালে ঢুকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Job Stack By Flawless Themes. Powered By WordPress