WBSSC Group C Group D Update // Group C -D দের ভাতা কী চালু ? গ্রুপ C এবং গ্রুপ D এর ভাতা নিয়ে Full Update 

WBSSC Group C Group D Update // Group C -D দের ভাতা কী চালু ? গ্রুপ C এবং গ্রুপ D এর ভাতা নিয়ে Full Update 


মহামান্য সুপ্রিম কোর্ট WBSSC এর শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষা কর্মী দের নিয়ে প্রায় ২৬০০০ এর মত এত বড় একটা প্যানেলের যোগ্য এবং অযোগ্যের প্রশ্ন তুলে বাতিল করেন পুরো প্যানেল। এই জাজমেন্ট অনুযাই শিক্ষক এবং শিক্ষিকাদের ৩১শে ডিসেম্বর পর্যন্ত বেতন দেওয়ার কথা উল্লেখ থাকলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের স্যালারি তথা বেতনের কোন রুপ চিহ্ন মাত্রও নেই। এরপরই পশ্চিমবঙ্গে শুরু হয় নানান আন্দোলন নানান মিছিলের ঝড়।

 

প্রসঙ্গত, CM মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ C, গ্রুপ D চাকরিহারা যোগ্য – অযোগ্য সবাইকে বাড়িতে বসিয়ে 25হাজার ও 20হাজার টাকা দেবার প্রকল্পে চালু করেন এবং প্রতিশ্রুতি প্রদান করেন। এবং তখনই শুরু হয় আইনের লড়াই।

 


হাইকোর্টে তৈরি বচসা:

কলকাতা হাইকোর্টে কেসটি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চ পর্যন্ত গড়ালে সেখানে অমৃতা সিনহা ম্যাডাম সেখানে প্রশ্ন করেন , প্রশ্ন :-

  • কীভাবে এই টাকার অঙ্ক নির্ধারণ হলো? কেন বাড়িতে বসেই পাবলিকের টাকায় এই প্রকল্প হচ্ছে?
  • অন্যান্য ক্ষেত্রে তো সরকারের অনেক সময় লেগে যায় কিন্তু এক্ষেত্রে এত তাড়াতাড়ি কি করে এত বড় একটা প্রসেস করতে পারেন?
  •  অন্যদিকে চিহ্নিত দাগি দের বেতন সুদ সহ ফেরত দেওয়ার আদেশ দেওয়া সত্ত্বেও নতুন করে কিভাবে জনগণের টাকায় তাঁদের ভাতা দেওয়া যায়??
  • সুপ্রিম কোর্টের রায়কে এড়িয়ে রাজ্যের এই ভাতা দেবার ক্ষমতা আছে কে বলেছে??
  • সুপ্রিমকোর্ট বা হাইকোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করার ক্ষমতা কি রাজ্যের রয়েছে ?

—-

📍অন্যদিকে রাজ্যের যুক্তি, মামলাকারীদের এই মামলা করবার অধিকার নেই । কারণ, তারা প্রত্যেকেই ওয়েট লিস্টের প্রার্থী এছড়াও তাঁদের কোনও সমস্যা হবেনা এতে । 


 

👇সবশেষে, আজ মামলার শুনানির মাঝেই বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম বলেছেন ,ভাতা টাকা এখন দেওয়া যাবে না এবং পরে মামলার শুনানি শেষে, রায়দান স্থগিত করেছেন ।

 

✍️ সিনিয়র এডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু প্রশ্ন করেছেন,

রাজ্য সরকার নিজের এখতিয়ারের বাইরে গিয়ে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত কি তার ক্ষমতার মধ্যে পড়ে ?” এছাড়াও আরো বলেছেন, “দুর্নীতি সমর্থন দেওয়ার জন্যই রাজ্য এমন সিদ্ধান্ত নিয়েছে “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Job Stack By Flawless Themes. Powered By WordPress